পাঞ্জাবে কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালের আমরণ অনশন পঞ্চম দিনে পড়ল

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

কৃষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ভারতীয় কিষাণ ইউনিয়নের (একতা সিধুপুর) সভাপতি দাল্লেওয়ালের আমরণ অনশন বুধবার পঞ্চম দিনে পড়ল। দাল্লেওয়াল গত শনিবার পাঞ্জাবের ফরিদকোটে জাতীয় মহাসড়ক প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির জন্য বর্ধিত ক্ষতিপূরণ-সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং কীটপতঙ্গের আক্রমণের কারণে ফসলের লোকসানের জন্য ক্ষতিপূরণের দাবিতে তাঁর অনশন শুরু করেছিলেন।

অনশনস্থল থেকে সংবাদসংস্থাকে দেওয়া এক বার্তায় দাল্লেওয়াল বলেন, “যদি আমি মরেও যাই, তাহলে আমার বাকি কৃষক ভাইদের কাছে আহ্বান, তাঁরা যেন এই আন্দোলনকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যায়।” অনশনের ফলে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হলেও তিনি যে চিন্তিত নন তা স্পষ্ট করে তিনি বুঝিয়ে দেন। অনশনরত কৃষক নেতার স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য ফরিদকোটে বিক্ষোভস্থলে একটি মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে।

সূত্র- ডেকান হেরাল্ড 

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *