মহাদায়ি কলসা-বান্দুরি প্রকল্পের জন্য রাইথা সেনা কর্ণাটকের সভাপতি বীরেশ সোবারাদামাথ কর্ণাটক সরকারের কাছে দ্রুত দরপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঐ কৃষক নেতা বলেন যে রাজ্যে আদর্শ আচরণবিধি বলবত হওয়ার আগে সরকারের উচিত বন বিভাগের কাছ থেকে অনুমোদন নেওয়া।
তিনি আরও বলেন, কর্ণাটক রাজ্যের শাসক দল বিজেপি এই বিষয়টি নিয়ে রাজনৈতিক রং চড়ানোর জন্য অহেতুক দরপত্র প্রকাশ করতে দেরি করছে। নির্বাচনের আগে দরপত্র প্রকাশ না করলে কৃষকরা তাঁদের আন্দোলন আরও তীব্র করবেন বলেও তিনি কর্ণাটক সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়াও তাঁরা সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করবেন বলেও জানান কৃষক নেতা।
সূত্র- দ্য টাইমস অফ ইন্ডিয়া
কর্ণাটকে দ্রুত দরপত্র প্রকাশের দাবি জানালেন কৃষক নেতা

মতামত দিন