নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার লখনউ বেলরায়ান রেঞ্জের মাঞ্জরা পুরব বনের কাছে বাঘের আক্রমণে ৪৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে। জানা গেছে গত নয় মাসে এলাকায় এই প্রথম মানব-প্রাণী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর বি প্রভাকর বলেছেন যে, বৃহস্পতিবারের ঘটনায় প্রয়াত ওই কৃষকের নাম প্রীতম সিং, যিনি টিকুনিয়া থানা সীমানার অন্তর্গত বাবাপুরওয়া গ্রামের একজন গম চাষি, যিনি মোহনা নদীর কাছে ক্ষেতে কাজ করার সময় আক্রমণ করেছিলেন। রাতে স্থানীয়রা মৃতদেহটি আবিষ্কার ও উদ্ধার করে। তাঁরা বাঘ দেখার কথাও জানিয়েছেন। উঠছে নিরাপত্তার প্রশ্ন।
বাঘের আক্রমণে নিহত কৃষক

মতামত দিন