কর্ণাটকে চাষিদের স্বতঃস্ফূর্ত বনধ পালন

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

কর্ণাটকের কৃষকদের বিভিন্ন সংগঠন যেমন কর্ণাটক প্রান্ত রাইথা সংঘ এবং অল ইন্ডিয়া খেত মজদুর সংগঠন-সহ অন্যান্য দলিতপন্থী গোষ্ঠীগুলি মঙ্গলবার রাজ্য সরকারের বিরুদ্ধে ডাকা কালাবুর্গি বনধে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া উইল্ট রোগের কারণে ফসলের ক্ষতির জন্য রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। যদিও এ ব্যাপারে কর্ণাটক সরকার এখনও উদাসীন। আন্দোলনরত কৃষকরা স্পষ্টভাবে জানান কর্ণাটক সরকার তাঁদের ফসলের ক্ষতির জন্য ক্ষতিপূরণ না দিলে ভবিষ্যতে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

সূত্র- দ্য টাইমস অফ ইন্ডিয়া

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: , ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *