গত মঙ্গলবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডির গুম্মাডিডালা গ্রামে এক তরুণ কৃষকের অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত কৃষকের নাম মাসিরেড্ডিপাল্লি নবীন (২৫)। তিনি দু’বছর আগে বিয়ে করেন। তাঁদের ১ বছরের পুত্র সন্তান রয়েছে। তাঁর স্ত্রীর বক্তব্য অনুযায়ী ঐ কৃষক গত সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপরের দিন তাঁকে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। যদিও মৃত্যুর কারণ পরিষ্কার নয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
সূত্র- তেলেঙ্গানা টুডে
তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার

মতামত দিন