সাঙ্গরুরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে অনির্দিষ্টকাল প্রতিবাদ কর্মসূচিতে সাপের কামড়ে মৃত্যু হল এক কৃষকের। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৯ দিন ধরে পাঞ্জাবের কৃষকেরা অনির্দিষ্টকালীন বিক্ষোভ অবস্থানে শামিল হয়েছেন। কৃষকদের দাবি অনুযায়ী কৃষকের পরিবারের একজন সদস্যের জন্য আর্থিক সহায়তা এবং একটি সরকারি চাকরির দাবিতে তাঁরা এই অনির্দিষ্টকালীন বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন।
বিকেইউ (উগ্রাহান) প্রধান যোগিন্দর সিং জানান, “সাপের কামড়ে মৃত বাখোরা কালানের কৃষক গুরুচরণ সিংয়ের মৃত্যুর জন্য রাজ্য সরকার দায়ী। পাঞ্জাব সরকার আমাদের দাবি পূরণ করলে আমরা এখানে বসে থাকতাম না। সরকারের উচিত মৃতের আত্মীয়কে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং একটি সরকারি চাকরি দেওয়া। আমাদের দাবি মেনে নেওয়ার পর আমরা তাঁর লাশ দাহ করব”।
সূত্র- দ্য ট্রিবিউন
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে কৃষক বিক্ষোভ চলাকালীন সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু

মতামত দিন