কৃষ্ণনগরের কোতোয়ালি এলাকায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য অনেক দিন ধরে চলছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাটি মাফিয়াদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ফসলি উর্বর জমি, উঁচু ভিটে, ক্ষুদ্র জলাশয়। তিন ফসলি কৃষি জমি পরিণত হচ্ছে পুকুর, ডোবায়। ফলে দিনে দিনে ফসলের উৎপাদন কমে যাচ্ছে। মাটি কেটে গভীর পুকুর হচ্ছে।
এর ফলে কাজ হারাচ্ছেন কৃষকরা। মাটি পরিবহনে গ্রামের সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় একজনের প্রাণ যায়। এই ঘটনার পরেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সূত্র – এই সময়
কৃষ্ণনগরে মাটি মাফিয়াদের উৎপীড়নে কৃষকরা বিপাকে

মতামত দিন