সংযুক্ত কিষাণ মোর্চা’র ‘চাক্কা জ্যাম’ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে পড়ল। ক্রমশ আরও কৃষক এই আন্দোলনে যোগ দেওয়ায় বিপাকে পড়েছে পাঞ্জাব সরকার। আন্দোলনরত ভারতীয় কিষান ইউনিয়নের (একতা সিধুপুর) কর্মীদের দাবিগুলি হল, ফসলের ক্ষতির সম্মুখীন হওয়া কৃষকদের ক্ষতিপূরণ, চিনিকলগুলিতে মাড়াই শুরু করা এবং যে কৃষক পরিবারের সদস্যরা তিনটি কৃষি কালা আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় মারা গেছেন তাঁদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া। তাঁদের অভিযোগ পাঞ্জাব সরকার কৃষকদের এই দাবিগুলির বিষয়ে উদাসীন। কৃষকদের এই আন্দোলনকে কুৎসা করে কালিমালিপ্ত করার চক্রান্ত করছে রাজ্য সরকার এই অভিযোগও তাঁরা করেছেন।
এদিকে বিকেইউ’র সিধুপুর শাখার নেতাকর্মীরা এখনও মানসা, তালওয়ান্দি সাবো ও ফরিদকোটে সড়ক অবরোধ করে তাঁদের ন্যায্য দাবি দাওয়া আদায়ের আন্দোলনে অনড়। মানসার জেলা প্রশাসক বলদীপ কৌড় আন্দোলনরত কৃষকদের সড়ক অবরোধ না করে আলাপ আলোচনায় বসতে অনুরোধ জানিয়েছেন।
সুত্র- হিন্দুস্তান টাইমস
ক্রমেই উত্তাল হচ্ছে পাঞ্জাবের কৃষক আন্দোলন, সামলাতে না পেরে কুৎসা রাজ্য সরকারের

মতামত দিন