ঘূর্ণিঝড়ের আশঙ্কা, দুশ্চিন্তায় বাংলার ধান-চাষিরা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূলে শীঘ্রই আছড়ে পড়তে চলেছে। যার জেরে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের এমন আগাম সতর্কতায় বাংলার ধান চাষিরা চিন্তায়। এ বছর অনাবৃষ্টির কারণে চাষ শুরু হতে এমনিই দেরি হয়েছে। এখন বেশিরভাগ জমিতেই ধানের শীষ পুষ্ট হতে শুরু করেছে, কিন্তু ফসল কতটা গোলায় তোলা যাবে সে ব্যপারে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে , সম্প্রতি যে দুর্যোগের পূর্বাভাস মিলেছে বঙ্গোপসাগরে, তা আছড়ে পড়তে পারে কালীপুজোর পর দিনই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কতটা অংশে এর ধাক্কা লাগবে, তা এখনও স্পষ্ট না হলেও এর ফলে ফলন আরও কমতে পারে, এমন আশঙ্কা এখন থেকেই করতে শুরু করেছেন রাজ্যের কৃষকেরা। ঝড়-বৃষ্টি হলে চাষিদের কী করণীয়, সে নিয়ে ইতিমধ্যেই প্রচারও শুরু করেছে কৃষি দফতর। আবহাওয়ার এই পূর্বাভাস পেয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর, সোনামুখী, পাত্রসায়রে অনেক কৃষক আগাম ধান কাটা শুরু করেছেন বলে আনন্দবাজার পত্রিকা সূত্রে খবর।

সূত্র- আনন্দবাজার পত্রিকা

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *