ক্রমাগত ফসলের ক্ষতির কারণে বুধবার বাম-শাসিত কেরালার পেরুভাম্বুর কাছে কারুকামানিতে একজন ধান চাষি আত্মহত্যা করেছেন। মৃত কৃষকের নাম মুরলীধরন (৫২)। তিনি ক্রমাগত ফসল নষ্টের ফলে হতাশ হয়ে পড়েছিলেন। মৃতদেহ বুধবার সকালে তাঁর নিজের বাড়ির কাছে একটি অব্যবহৃত বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাঁর লেখা দুটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।
মুরলীধরন তার ভাই গোপালনের সাথে তাদের পৈত্রিক বাড়িতে থাকতেন।পারিবারিক সূত্রে জানা গেছে ক্রমাগত ফসল নষ্ট হওয়ার কারণে তিনি ধার করে চাষ শুরু করেন। কিন্তু ফসল নষ্ট হওয়ায় তিনি এই পরিণতি বেছে নেন । ময়নাতদন্ত শেষে বিকেলে তাঁর অন্ত্যেষ্টি প্রক্রিয়া সম্পন্ন হয়। পুলিশ সূত্রে জানা গেছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
সূত্র- দ্য হিন্দু
কেরালায় ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

মতামত দিন