কৃষক আন্দোলনে শহিদদের পরিবার এখনও ক্ষতিপূরণ পায়নি, তোপ রাহুল গান্ধির

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

দিল্লির কৃষক আন্দোলন নিয়ে আবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি। শনিবার হিন্দিতে একটি ট্যুইটে তিনি লেখেন, আন্দোলনের সময় ৭০০ জনেরও বেশি চাষি মারা গেলেও তাঁদের পরিবার এখনও কোনও ক্ষতিপূরণ পায়নি। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “শ্রদ্ধা কেবল নিজের ২-৩ জন বন্ধুর জন্য”।

তিনি আরও লিখেছেন, “৭৩৩ জন কৃষক শহিদ হয়েছেন। সত্যাগ্রহের শক্তির সামনে মাথা নত করতে হয়েছে ‘মাফিবীর’কে। কিন্তু উদ্দেশ্য বদলায়নি!”

গত শনিবার সারা পৃথিবী জুড়ে ‘কিষাণ বিজয় দিবস’ বা ‘ফতেহ দিবস’ উদযাপন করেছে সংযুক্ত কিষাণ মোর্চা। টানা ৩৮৩ দিন এসকেএম-এর নেতৃত্বে আন্দোলন চালিয়ে ভারতের কৃষকেরা গত বছর অর্থাৎ ২০২১ সালের ১৯ নভেম্বর মোদি সরকারকে ৩টি কালা কৃষি আইন রদ করতে বাধ্য করেছিল। দেশের পাশাপাশি এ রাজ্যের প্রতিটি গ্রামে ও শহরে কৃষকরা/সমর্থকরা প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে বিজয় উৎসব করেন, বিতরণ করা হয় মিষ্টান্ন।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ ট্যুইট করেন যে ভারত জোড়ো যাত্রা দিল্লির কৃষক আন্দোলনের সময় নিহত চাষিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটি পালন করেছে।

সূত্র – বিজনেস স্ট্যান্ডার্ড

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *