ফসল নষ্ট করছে অভুক্ত হাতির পাল, সরকার নীরব দর্শক

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় হাতির পালের আনাগোনায় বিপর্যস্ত চাষিরা। চাষিদের ফসল অবলীলায় নষ্ট করছে হাতিরা। মরশুমের এখন ধান পাকার সময় আর ঠিক তখনই খাদ্যের সন্ধানে ঘুরতে থাকা হাতিরা প্রথমে ঝাড়গ্রামের সাঁকরাইল হয়ে প্রবেশ করে কলাইকুন্ডা রেঞ্জ এলাকাতে। হাতিদের দলটিতে প্রায় ১০০ হাতি ছিল বলে জানা গেছে। যদিও প্রশাসন এখনও নীরব।

উল্লেখ্য, সরকার জল-জঙ্গল-জমি কেড়ে নিয়ে গরিব মানুষের সঙ্গে বহু পশুপাখিদেরও উচ্ছেদ করেছে। আর তার ফলে বাসস্থান ও খাদ্যের অভাবে বার বার এভাবে বন্য প্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ছে। হাতির পালের আনাগোনায় চাষিদের ফসল নষ্টের অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু প্রশাসনের উদাসীনতায় আরও একবার চাষিদের শ্রমার্জিত ফসল নষ্ট হল।

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *