নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম রাইস মিলের গোডাউনের লোহার দরজা ভেঙে হাতি তাণ্ডব করে গেল। ভিতরে তখন জনা ১৫ কর্মী। হঠাৎ সড়ক রাস্তায় এসে রাইস মিলের ক্যাম্পাসে ঢুকে পড়ে একটি দাঁতাল। কর্মীরা কাজ ছেড়ে ঘরের মধ্যে আশ্রয় নেন। হাতিটি যথারীতি ক্যাম্পাসের মধ্যে চাল ও আটার গুদামের সামনে এসে লোহার দরজা ভেঙে শুঁড় দিয়ে একের পর এক চালের বস্তা টেনে নিয়ে খেতে শুরু করে।
পটকা ফাটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন মিলের কর্মীরা। তখন শুঁড়ে জড়িয়ে আরও এক বস্তা চাল তুলে নিয়ে জঙ্গলের পথে চলে যায় দাঁতালটি। ঘটনার সময় বনদপ্তর-সহ পুলিশ প্রসাশনকে ফোন করলেও কোনও সাহায্য পাওয়া যায়নি বলে কর্মীদের অভিযোগ। গোড়াইনের দরজার মুখ থেকে চালের বস্তা পাওয়ায় হাতিটি আর ভিতরে ঢোকার চেষ্টা না করায় মিলের কর্মীরা রক্ষা পান।
এই ঘটনা ঘটেছে লোধাশুলি থেকে ঝাড়গ্রাম শহরে ঢোকার সড়ক রাস্তার শোলগেড়িয়াতে। লক্ষ্মীসাগর রাইস মিলে ঘটনাটি ঘটে। স্থানীয় তপন কুমার মাহাতো বলেন, গত তিন দিন ধরে হাতির তাণ্ডব চলছে এই এলাকায়। বনদপ্তর প্রসাশন নির্বিকার।
চালের গোডাউনে হাতির হানা

মতামত দিন