নিজস্ব সংবাদদাতা: নিকাশি সমস্যা সমাধানে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ। বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভে শামিল হলেন চাঁচল ১ এর মকদমপুর গ্রাম পঞ্চায়েতের আশ্বিনপুর গ্রামের চাষিরা। বিগত তিনদিনের ভারী বৃষ্টিতে আশ্বিনপুর মৌজায় প্রায় হাজার বিঘা ফসলি জমি জলের তলায়। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ধান এবং রেশম চাষিরা। এলাকার বেশ কয়েকটি পুকুরেও জল উপচে পড়ায় নষ্ট হয়েছে কয়েক লক্ষ টাকার মাছ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই সমস্যার মূল কারণ হল এলাকার নিকাশি ব্যবস্থার পথ বন্ধ হয়ে রয়েছে। রবিবার নিকাশি সমস্যা সমাধানে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন চাষিরা। কিন্তু তারপরও সমস্যা সমাধান না হওয়ায় মঙ্গলবার আশ্বিনপুরে গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
জলের তলায় চাষের জমি, বাঁশের ব্যারিকেড গড়ে অবরোধ চাষিদের

মতামত দিন