মান্ডি এবং কুল্লু জেলার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় হিমাচলপ্রদেশের আপেল চাষিদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। তাঁদের আশঙ্কা, এই আবহাওয়া আপেল চাষের পাশাপাশি রবি ফসলের ওপরেও প্রভাব ফেলবে।
আপেল এবং রবি শস্য চাষের ক্ষেত্রে ঠান্ডা এবং আর্দ্র আবহাওয়া উপযুক্ত। মান্ডি এবং কুল্লু জেলায় বিশাল জমি জুড়ে আপেল চাষ হয় এবং এটি ওই এলাকার বাসিন্দাদের জীবিকার একমাত্র উৎস। মান্ডি জেলার সেরাজ উপত্যকার আপেল চাষি রবিন্দর সিং সিসোদিয়া জানান, শুষ্ক আবহাওয়া শুধু এই বছর না আগামী বছরেও এলাকার আপেল চাষকে প্রভাবিত করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টি এবং তুষারপাত অত্যন্ত প্রয়োজন। এই আবহাওয়ার জন্য গম, ছোলা, মটর, সর্ষে ইত্যাদির মতো রবি শস্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সূত্র- ট্রিবিউন ইন্ডিয়া
হিমাচলপ্রদেশে আপেল চাষে ক্ষতির আশঙ্কা

মতামত দিন