পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আন্দোলনরত কৃষকদের নামে কুৎসা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন কৃষক নেতারা। শুক্রবার আন্দোলনরত কৃষকদের ব্যাপারে আপ-এর মুখ্যমন্ত্রী বলেন, “রাস্তা অবরোধ, ধর্ণা এগুলি করে কৃষক এবং তাঁদের সহযোগী সংগঠনগুলি রাজ্য সরকারকে ব্ল্যাক মেইল করছে।” তাঁর দাবি, কিছু কৃষক সংগঠন আর্থিক লেনদেনে জড়িয়ে আছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এ ধরণের বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত এবং কৃষকবিদ্বেষী বলে অভিযোগ করেছে একাধিক কৃষক সংগঠন।