কুচবিহারের দিনহাটায় বুধবার সারের কালোবাজারি রুখতে একজোট হল কৃষক সংগঠনগুলি। কৃষকদের দীর্ঘ দিনের অভিযোগ, ফসল ফলানোর জন্য যে সার লাগে তা চড়া দামে কিনতে হচ্ছে তাঁদের। এছাড়াও সারের সঙ্গে আনুষাঙ্গিক অপ্রয়োজনীয় জিনিস চাষিদের কিনতে বাধ্য করা হচ্ছে বলেও তাঁদের অভিযোগ। সারের কালোবাজারি বন্ধ করা-সহ ভর্তুকি দিয়ে সার বিক্রির ব্যবস্থা করা, ১০০ দিনের কাজ চালু, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের ঘর দেওয়ার দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান। প্রসঙ্গত, সারের কালোবাজারি বন্ধ করা জয় কিষাণ আন্দোলনের অন্যান্য দাবিগুলির মধ্যে একটি। কৃষকদের এই হয়রানির বিরুদ্ধে সংযুক্ত কিষাণ মোর্চা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে। কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। কৃষকরা জানিয়েছেন যদি তাঁদের দাবিগুলি অবিলম্বে মেনে নেওয়া না হয় তবে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে এগোবেন।