নোটবন্দির ৬ বছর পূর্তি হল মঙ্গলবার। ভারত জোড়ো যাত্রায় একটি জমায়েতে এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধি ফের আক্রমণ করলেন কেন্দ্রকে। তাঁর বক্তব্য অনুযায়ী নোটবন্দির ফলে কালো টাকা তো উদ্ধার করা যায়ই নি, বরং কৃষক এবং মধ্য ও ছোটো ব্যবসায়ীর ওপর কেন্দ্রের আক্রমণ নেমে এসেছে। এই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি।
কৃষি ঋণ মুকুব ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের দুর্দশা ক্রমাগত বেড়েই চলেছে। তাঁদের ঋণ মুকুব না করে সরকার পুঁজিপতিদের ঋণ মুকুব করছে। তিনি আরো বলেন, “আমি আজ একজন কৃষকের সঙ্গে দেখা করেছি, তিনি জানালেন যে সরকার এবং কৃষকেরা বিমা প্রিমিয়াম প্রদান করলেও, দুই থেকে তিনটি কোম্পানি প্রকৃত সুবিধাভোগী যারা প্রিমিয়াম পাচ্ছে এবং কৃষকরা কিছুই পাচ্ছেন না।”
সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
নোটবন্দি কৃষকদের জন্য দুঃস্বপ্নের মতো, ষষ্ঠ বর্ষপূর্তিতে কেন্দ্রকে তোপ রাহুলের

মতামত দিন