ওড়িশার রাজপথে তেলেঙ্গানার কৃষক কল্যাণ প্রকল্পের দাবি ধ্বনিত হল

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

তেলেঙ্গনা সরকার কৃষকদের পেনশন-সহ যেসব সামাজিক ও আর্থিক সুযোগ সুবিধা দিচ্ছে, ওড়িশা সরকারকেও সেই পথে হাঁটতে হবে৷ এমনটাই দাবি উঠল বাংলার প্রতিবেশী ওড়িশা রাজ্যে৷

গত বৃহস্পতিবার নবনির্মাণ কৃষক সংগঠনের নেতা অক্ষয় কুমারের নেতৃত্বে ওড়িশার জাজপুর জেলার হাজার হাজার কৃষক ধানমণ্ডল রেলওয়ে স্টেশন থেকে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে অবধি একটি পদযাত্রা শুরু করেন এই দাবিতে। পুলিশের বাধার মধ্যেও পদযাত্রাটি এগিয়ে গেছে বলে খবর।

তেলেঙ্গানার কৃষক নেতা নাল্লামালা ভেঙ্কটেশ্বর রাও এবং নরসিমহা নাইডু ওড়িশার কৃষকদের সমর্থনে পদযাত্রায় অংশ নিয়েছেন বলে খবর৷

ওড়িশা থেকে ভেঙ্কটেশ্বর রাও জানিয়েছেন, ওড়িশার কৃষকদের দাবির মধ্যে রয়েছে, ৬০ বছর বয়সী কৃষকদের পেনশন চালু করা এবং তেলেঙ্গানায় আসারা পেনশনের মতো ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা এবং কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা। তিনি আরো জানান, সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যের হাজার হাজার কৃষক তাদের নিজ নিজ সরকারের কাছে তেলেঙ্গানা সরকারের মতো করে কৃষকবান্ধব প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে।

সূত্র- তেলেঙ্গানা টুডে

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *