নিজস্ব সংবাদদাতা: তিনদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে চাঁচল ১ ব্লকের একাধিক এলাকা। মকদুমপুর গ্রাম পঞ্চায়েতের আশ্বিনপুরে প্রায় হাজার বিঘা জমির ফসল জলের তলায় চলে গিয়েছে। যার ফলে এলাকার পাঁচ শতাধিক চাষি সমস্যায় পড়েছেন। চাষবাস করেই তাঁদের সংসার চলে। কিন্তু চাষের জমি জলের তলায় চলে যাওয়ায় মাথায় হাত তাঁদের। সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন ধান এবং রেশম চাষিরা।
এছাড়া বেশ কয়েক বিঘা সবজির জমিও জলের তলায়। প্রায় কোটি টাকার ফসল ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। রবিবার সকালে নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্ত চাষিরা।
জলের তলায় হাজার বিঘা জমির ফসল, নিকাশি ব্যবস্থার দাবিতে অবরোধ চাষিদের

মতামত দিন