পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রাজ্য সড়কে রবিবার রাস্তায় আলু ফেলে সড়ক অবরোধ করে বামেরা। সহায়ক মূল্যে সরকারকে চাষীদের থেকে আলু কিনতে হবে, বর্গা ও পাট্টা উচ্ছেদের বিরুদ্ধে আওয়াজ তোলে কৃষকসভার হাজারো বাম কর্মী এবং সমর্থকেরা। চন্দ্রকোনার গাছশীতলা এলাকায় ঘাটাল সংলগ্ন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
রাজ্যের যেসব জেলায় আলু উৎপাদন হয় তার মধ্যে অন্যতম হলো পশ্চিম মেদিনীপুর জেলা। এছাড়া বাঁকুড়া ও হুগলি জেলাতেও আলু চাষ হয়। ন্যায্য দাম পাচ্ছেনা চাষীরা বলেও অভিযোগ তুলে বাম কর্মী, সমর্থকেরা। বাম নেতা রামেশ্বর দলুই-এর মতে আলুর মূল্য ৯০০ টাকা প্রতি কুইন্টাল করা দরকার, যেখানে এখন আলুর মূল্য ৪০০ টাকা প্রতি কুইন্টাল। ঠিকঠাক দাম না পাওয়ায় কৃষক আত্মহত্যা করছে। কৃষি দপ্তর ও স্থানীয় বিডিও যতক্ষণ না ব্যবস্থা নেবেন এই বিক্ষোভ চলবে বলে জানান বাম নেতা।
সূত্র- এই সময়
পশ্চিম মেদিনীপুরে চাষিদের বিক্ষোভ

মতামত দিন