পাট চাষিদের নিয়ে আন্দোলনের কমিটি

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

পাট চাষিদের সমস্যা নিয়ে আন্দোলনের জন্য গড়ে তোলা হল নতুন কমিটি। এক কুইন্টাল পাটের ন্যূনতম সহায়ক মূল্য ১৩ হাজার টাকা করার দাবিতে আগামী ৯ অক্টোবর রাজ্য জুড়ে জেলাশাসক দফতরে বিক্ষোভ এবং কলকাতায় জেসিআই-এর সদর দফতরে বিক্ষোভের ডাক দিয়েছে ওই কমিটি।

রাজ্যের ১১টি জেলার পাঁচশোর বেশি পাট চাষির উপস্থিতিতে নদিয়ার দেবগ্রামে বৃহস্পতিবার আয়োজন করা হয়েছিল একটি কনভেনশনের। সেখানে মূল বক্তা ছিলেন কৃষক ও ক্ষেতমজুর সংগঠন এআইকেকেএমএস-এর রাজ্য সম্পাদক গোপাল বিশ্বাস।

সূত্র- আনন্দবাজার পত্রিকা

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: , , ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *