পূর্ব মেদিনীপুরের এগরাতে কৃষকদের বিক্ষোভ। তাঁদের অভিযোগ, সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রগুলিতে নির্ধারিত পরিমাণের তুলনায় কৃষকদের কাছ থেকে কম ধান কেনা হচ্ছে। রসিদ থাকা সত্ত্বেও রাতারাতি ফোন করে কৃষকদের ধান কম নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। বাড়তি ধান নিয়ে গেলে তা ফেরত পাঠানোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সরকারি মান্ডিতে খারিফ মরসুমে ধান বিক্রি করতে গিয়ে বিপাকে কৃষকেরা।
উল্লেখ্য, নিয়ম অনুযায়ী একজন নথিভুক্ত কৃষক মরসুমে সর্বোচ্চ ২৫ কুইন্টাল ধান সরকারি মান্ডিতে বিক্রি করতে পারবেন। কিন্তু অভিযোগ, কয়েক দিন ধরে এগরা মহকুমায় সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রগুলিতে তার তুলনায় কম পরিমাণ ধান নেওয়া হচ্ছে। যদিও জেলা প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
বাংলায় সরকারি মান্ডিতে ধান বিক্রি করতে গিয়ে বিপাকে চাষিরা

মতামত দিন