চিচিঙ্গা চাষির স্বপ্নভঙ্গ! ঝিমিয়ে যাচ্ছে গাছ

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

চিচিঙ্গা চাষ করেছেন চূড়াভান্ডারের কৃষকরা। গতবছর চিচিঙ্গা চাষ করে কিছুটা লাভবান হওয়ায় এবার আরও বেশি জমিতে চিচিঙ্গার চাষ করেন। তবে প্রতিকূল আবহাওয়ার ফলে কৃষকরা লাভের বদলে লোকসানের সম্মুখীন হচ্ছেন।

এবছর জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ভাঙ্গারহাট এলাকার বিস্তীর্ণ জমিতে ব্যাপকহারে চিচিঙ্গা চাষ করেন কৃষকরা। গতবছর চিচিঙ্গার ভালো উৎপাদন হলেও বাজার না থাকায় লাভের মুখ দেখেননি কৃষকরা। তাই কিছুটা লাভের আশায় বেশকিছু কৃষক এবার আরও বেশি জমিতে চিচিঙ্গা চাষ করেন। তবে বৃষ্টির ফলে একদিকে যেমন উৎপাদন কম হয়েছে অন্যদিকে পোকার আক্রমণ ঠেকাতে প্রয়োগকৃত কীটনাশক কাজ না করায়, ফলনও হচ্ছে কম।

সূত্র- কৃষি জাগরণ

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: , ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *