দূষণের মাত্রা পরীক্ষা করার দাবি তুললেন চাষিরা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

কৃষকদের দীর্ঘ আন্দোলনের পর পাঞ্জাবের জিরাতে মদের কারখানা বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সর্বভারতীয় কিষাণ সভা দূষিত জল নিঃসরণকারী কারখানাগুলোর বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে বলেছে। সভায় রাজ্য সহ-সভাপতি লখবীর সিং নিজামপুরা বলেন, “রাজ্যে বায়ু, জল এবং মাটি দূষণের জন্য দায়ী শিল্প ইউনিটগুলোকে স্পষ্টভাবে বার্তা দিক সরকার”। তিনি আরও বলেন, “দূষণ রুখতে পাঞ্জাব দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ও সরকারকে দায়িত্ব নিতে হবে”। কৃষক সংগঠনটি পাঞ্জাবে কৃষিভিত্তিক শিল্পের প্রস্তাব দেয়।

সূত্র- দ্য ট্রিবিউন

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *