কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করলেন অভীক সাহা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

নিজস্ব সংবাদদাতা: আর ১৪ মাস পর লোকসভা নির্বাচন। যদিও আরেকটি বাজেট সেশন আসবে। কিন্তু সেটা ভোট অন অ্যাকাউন্ট। তাই এবারের বাজেট কেমন হয় সেদিকে নজর ছিল সকলের। এই আবহেই বুধবার ২০২৩ সালের ইউনিয়ন বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে নানা বিষয়ে একাধিক ঘোষণা করেছেন তিনি।

দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের কড়া সমালোচনা করলেন জয় কিষাণ আন্দোলনের সর্বভারতীয় সভাপতি অভীক সাহা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অমৃতকাল গরিব এবং কৃষকদের জন্য বিষতুল্য। সরকার বলছে, আমাদের কাছে তোমাদের জন্য সময় নেই, পয়সাও নেই। তোমাদের যত লড়াই করার ইচ্ছে, তোমরা লড়ে নাও। যে বাজেট এদেশের ১০০ কোটি জনগণকে গরিবে পরিণত করা জন্য বানানো হয়েছে, তাদের জীবনের সুরক্ষা কেড়ে নেওয়ার জন্য বানানো হয়েছে, সেই বাজেট হল দেশের প্রতি বিশ্বাসঘাতকতা।

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *