এমএসপি বৃদ্ধি না পাওয়ায় ক্ষতির মুখে তামিলনাড়ুর এলাচ চাষিরা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি না হওয়ায় প্রবল দুর্দশার শিকার হচ্ছেন তামিলনাড়ুর থেনি জেলার এলাচ চাষিরা। চলতি বছরের জুন-জুলাই মাসে ফসলে নানারকম রোগের সৃষ্টি হয়। পাশাপাশি অতিবৃষ্টির ফলে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা। অতিবৃষ্টির জন্য ফসলের গোড়ায় পচন ধরেছে। ফলন খুবই কম পরিমানে হয়েছে।

কৃষকদের দাবি, এমএসপি বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করলেও সরকার কোনোভাবেই কর্ণপাত করেনি। ভারতের মশলা বোর্ড এলাচের এমএসপি ঠিক করে। কৃষকরা হাজার আবেদন করা সত্ত্বেও ভারতের মশলা বোর্ড এ নিয়ে কোনোরকম পদক্ষেপ করেনি।

এলাকার এক এলাচ কৃষক লেনিন বলেন, যদি ফলন কম হয় এবং এমএসপি বেশি হয় তাহলে কৃষকরা লাভের মুখ দেখতে পাবেন। কিন্তু এই বছর ফলন কম এবং এমএসপিও যথেষ্ট কম। এরফলে কৃষকরা প্রবল ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

সূত্র- নিউজ ক্লিক

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *