বকেয়া পূরণের দাবিতে আখ চাষিদের অনশন

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

হরিয়ানার আম্বালায় আখ চাষিরা দাবি করছেন যে চিনিকল কর্তৃপক্ষের কাছে একশো কোটিরও বেশি বকেয়া রয়েছে। একাধিক বার আশ্বাস সত্ত্বেও কৃষকদের টাকা দেওয়া হচ্ছে না। আম্বালার নারায়ণগড় চিনিকলের বাইরে সকাল ১০টায় ছয় কৃষক ধর্মঘট শুরু করেন যা বিকেল ৫টায় শেষ হয়। সোমবার সংযুক্ত গন্না কিষাণ কমিটির নেতৃত্বে বেশ কয়েকজন কৃষক ও কর্মী নারায়ণগড় চিনিকলের বাইরে আখের বকেয়ার দাবিতে অনশন শুরু করেছেন।

ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র তেজভীর সিং বলেন, “অর্থের অভাবে আখচাষিরা তাঁদের সন্তানদের স্কুলের ফি দিতে পারছেন না”। চিনিকল কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

সূত্র – হিন্দুস্থান টাইমস

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *