বীরভূমের শিবপুরে জমি আন্দোলন আছড়ে পড়ার অপেক্ষা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

বোলপুরের শিবপুর মৌজায় শিল্পের বদলে আবাসন ও বিশ্ব বাংলা হাট তৈরি করেছে রাজ্য সরকার। কিন্তু সেখানে শিল্প গড়ার জন্যই বাম আমলে ৩০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। পরে প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ওখানে কেমিক্যাল হাব তৈরি হবে। কিন্তু জমি অধিগ্রহণ করা হলেও জমির ক্ষতিপূরণ ও ঠিকঠাকভাবে পায়নি কৃষকরা। ক্ষতিপূরণ না পাওয়া ও শিল্পের নামে জমি নিয়ে তার অপব্যাবহারের বিরুদ্ধে ক্ষোভ জমতে থাকে কৃষকদের মধ্যে। এবার ক্রমশই জমি আন্দোলনের ঢেউ শিবপুরে আছড়ে পড়ার অপেক্ষা মাত্র, এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। শিল্প না হলে জমি ফেরত দিতে হবে, এই দাবিতে ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছে অনিচ্ছুক জমিদাতা কৃষকেরা। ভিতরে ভিতরে আন্দোলনকে বৃহত্তর করে তোলার জন্য কৃষকেরা সংগঠিত হচ্ছে বলে খবর। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই শিবপুরে জমি আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সূত্র- নিউজ-এইটটিন-বাংলা

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: , ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *