নিজস্ব প্রতিবেদন: তিনটি কালা কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনে আরএসএস-এর কৃষক সংগঠন ভারতীয় কিষাণ সংঘের কোনও ভূমিকাই ছিল না। এখন তাঁরা কৃষকদের বিভ্রান্ত করতে চাইছে। হামলা-মামলা দিয়ে চাষিদের দমিয়ে রাখা যায়নি। আর তাই এবার কৃষক-দরদি মুখোশ পরে মাঠে নেমেছে আরএসএস। সংযুক্ত কিষাণ মোর্চার থেকে কৃষকদের সরিয়ে নিয়ে কর্পোরেট বিরোধী সংগ্রামকে ভোঁতা করার চেষ্টায় সম্প্রতি দিল্লিতে সংঘ পরিবারের কৃষক সংগঠন ভারতীয় কিষাণ সংঘ এক সমাবেশ করে। এ বিষয়ে জয় কিষাণ আন্দোলনের সর্বভারতীয় সভাপতি অভীক সাহা বলেন, “সরকার বনাম কৃষকের যুদ্ধক্ষেত্রে যে দিকে কৃষকরা আছেন সেই দিকটি দখল করার চেষ্টা করছে আরএসএস-বিজেপি”।