পান চাষ থেকে সরে দাঁড়াচ্ছেন কৃষকরা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

জেলার অন্যতম অর্থকরী ফসল পান, তবুও পান চাষ থেকে সরে দাঁড়াচ্ছে কৃষকরা। এর কারণ হিসেবে জানা যায়, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এই চাষে ক্রমেই অবস্থার অবনতি হতে দেখা গিয়েছে বর্তমান সময়ে বহু কষ্ট করে বিঘার পর বিঘা জমিতে পান চাষ করে লাভের লাভ কিছুই মিলছে না চাষিদের।

এমন অনেকই রয়েছে যারা বংশ-পরম্পরায় এই পান চাষের সঙ্গে যুক্ত। বাবা ঠাকুরদার আমলে পান চাষ দারুন লাভজনক ছিল। কিন্তু দিন দিন পানের বাজার মন্দা হওয়ার কারণে বর্তমানে সমস্যায় পান চাষিরা। 

সূত্র- নিউজ ১৮ বাংলা

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: , , ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *