বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের বিরুদ্ধে গ্রামবাসী ও খামার নেতারা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

উত্তরপ্রদেশের আজমগড় বিমানবন্দরকে একটি আন্তর্জাতিক বিমানবন্দরে হিসেবে সম্প্রসারণ করে করার বিরুদ্ধে গত অক্টোবর মাস থেকে স্থানীয় খামারের নেতারা ও গ্রামবাসীরা যে বিক্ষোভে শুরু করেছেন, তা ৩৪তম দিনে পড়লো। এই বিক্ষোভে দলিত কৃষকদের অংশগ্রহণ চোখে পড়ার মতো।

উল্লেখ্য, ইউডিএনের প্রকল্পের অধীনে এই সম্প্রসারনের কাজ চলছে। একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে হাসানপুর, কাদিপুর হরিকেশ, জামুয়া হরিরাম, জামুয়া জোলহা, গদনপুর চিন্দন পট্টি, মান্দুরি, জিগিনা করমপুর এবং জেহরা পিপরি-সহ নয়টি গ্রামের প্রায় ৬০০ একর জমি থেকে প্রায় দশ হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জমিগুলি উর্বর জমি। এই জমির ওপর বিমানবন্দর সম্প্রসারিত হলে ক্ষতিগ্রস্ত হবে বহু কৃষক।

বারাণসী, কুশিনগর, গোরখপুর, অযোধ্যা এবং এখন এমনকি লখনউতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা এই বিমানবন্দরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। গ্রামবাসী ও জমির মালিকদের অনুমতি ছাড়া কী করে জমি জরিপ করা হল এই নিয়েও প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা।

সূত্র- নিউজ ক্লিক

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *