মঙ্গলবার অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির নেতৃত্বে পাটনার প্রধান কৃষক সংগঠনগুলি জামাল রোডে অবস্থিত কিষাণ সভা অফিসে একটি জেলা স্তরের সভা করে। বৈঠকের মূল অ্যাজেন্ডা ছিল সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশব্যাপী ট্রাক্টর র্যালির বাস্তবায়ন। চৌসায় কৃষকদের উপর লাঠিচার্জ এবং তাঁদের জমি অধিগ্রহণের বিষয়টিও কৃষক সংগঠনগুলি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছে।
সভা শেষে চৌসায় কৃষকদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে জামাল রোড থেকে বুদ্ধ স্মৃতি পার্ক পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং বুদ্ধ স্মৃতি পার্কে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় নেতৃবৃন্দ কৃষকদের উপর পুলিশি নিপীড়নের নিন্দা জানান এবং জমির সঠিক ক্ষতিপূরণ দাবি করেন।
কিষাণ মহাসভার রাজ্য সম্পাদক উমেশ সিং এবং রাজেন্দ্র প্যাটেল, কিষাণ সভার রাজ্য সাধারণ সম্পাদক (ক্যানিং লেন) বিনোদ কুমার এবং পাটনা জেলা সভাপতি সোনা লাল প্রসাদ, এআইকেএমকেএস-এর নন্দ কিশোর সিং, এনএপিএম-এর উদয়ন রাই, জয় কিষাণ আন্দোলনের ঋষি আনন্দ, এআইকেকেএমএস-এর মণিকান্ত পাঠক-সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মণিকান্ত পাঠক।
সূত্র- সংযুক্ত কিষাণ মোর্চা
পাটনায় অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির সভা

মতামত দিন