উত্তরবঙ্গে ক্রাশার মালিকের বিরুদ্ধে আর্থমুভার দিয়ে মেচি নদীর গতিপথ বদলে জমি দখল করবার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটে খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিয়াজোত অঞ্চলে।
এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে খড়িবাড়ির বিডিও, ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানান। বিডিও তদন্তের আশ্বাস দিয়েছেন। কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষকরা চাষের জমিতে কাজ করবার সময়ে বিষয়টি তাঁদের নজরে আসে। এরপর তাঁরা ক্রাশার প্ল্যান্ট অফিসে বিক্ষোভ দেখান।
সূত্র – উত্তরবঙ্গ সংবাদ
নদীর গতিপথ বদলের চেষ্টা রুখলেন চাষিরা

মতামত দিন