আতপচালের রফতানি বন্ধ হওয়াতে শীতের মরশুমে দুর্দশার মুখে পড়লেন চাষিরা। কেন্দ্রীয় সরকার চলতি বছরে ৮ সেপ্টেম্বর আতপ চালের রফতানির ওপর ২০ শতাংশ শুল্ক বৃদ্ধি করায় বন্ধ হয়ে যায় আতপ চালের রফতানি। গোবিন্দভোগ-সহ, সীতা, স্বর্ণ, লঘু সব ধরনের আতপ চালের ওপরেই শুল্ক বৃদ্ধি করা হয়।
কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের ফলে আতপ চাল চাষ রীতিমতো ধ্বংসের মুখে যেতে বসেছে। এছাড়া বর্ধমানে ১০০টির চালের মিলের মধ্যে ৩০টি মিল গোবিন্দভোগ চালের হওয়ার অতিরিক্ত ক্ষয়ক্ষতির মুখে মিল মালিকরা। এই দুর্দশা থেকে মুক্তি পেতে রাইসমিল অ্যাসোসিয়েশন মুখ্যমন্ত্রীর কাছে শুল্ক কমানোর আবেদন জানিয়ে পিটিশন জমা দিয়েছে।
সূত্র- নিবিড়
আতপ চালের রফতানি বন্ধ হওয়ায় দুর্দশার মুখে চাষিরা

মতামত দিন