আশিস মিশ্রকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ায় হতাশা প্রকাশ করল এসকেএম

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 2

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশে সংযুক্ত কিষাণ মোর্চা শোক ও হতাশা প্রকাশ করছে। আশিস মিশ্র উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে ৪ জন কৃষক এবং ১ জন সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল বলে অভিযোগ। এসকেএমের মতে, এটি সামান্য সান্ত্বনা যে আদেশে বলা হয়েছে, মিশ্রকে তার মুক্তির ১ সপ্তাহের মধ্যে উত্তরপ্রদেশ ত্যাগ করতে হবে এবং সে উত্তরপ্রদেশ অথবা দিল্লির এনসিটিতে থাকতে পারবে না। আশিস মিশ্র ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যুক্ত একজন শক্তিশালী রাজনীতিবিদ এবং তার মুক্তি সাক্ষীদের ব্যাপকভাবে ভয় দেখাবে এবং বিচার প্রক্রিয়াকে বিপন্ন করবে বলে এসকেএম মনে করছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপির নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার আশিস মিশ্রের গ্রেপ্তার ও অভিযোগের বিষয়ে হালকা পদক্ষেপ নিচ্ছিল।

সংযুক্ত কিষাণ মোর্চা বরাবরই লখিমপুর খেরির দোষীদের দ্রুত শাস্তি এবং মন্ত্রিসভা থেকে অজয় মিশ্র টেনিকে অপসারণের দাবি করেছে, কিন্তু উভয় দাবিই অপূর্ণ রয়ে গেছে। অজয় মিশ্র যেন আর একটি সন্ত্রাসের রাজত্ব শুরু না করতে পারে তা নিশ্চিত করার জন্য সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে যে তারা নজরদারি রাখবে এবং বিনীতভাবে আবেদন করবে যে সুপ্রিম কোর্ট যেন অন্তর্বর্তীকালীন জামিন প্রত্যাহার করে এবং যে কোনও ক্ষেত্রে এটি আর বাড়ানো না হয়। আশিস মিশ্র এবং তার বাবা অজয় মিশ্র সমাজের জন্য ক্ষতিকারক এবং তাদেরকে সমাজের সর্বনাশ করতে আর দেওয়া যাবে না বলে জানিয়েছে এসকেএম।

লখিমপুর খেরি ঘটনার জেরে জেলে বন্দি নির্দোষ কৃষকদের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে জেনে খুশি সংযুক্ত কিষাণ মোর্চা। সংযুক্ত কিষাণ মোর্চা কৃষকদের স্থায়ী জামিন এবং তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *