উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের ওপর ট্রাক্টর চালিয়ে ৪ জন চাষি ও এক সাংবাদিককে হত্যার অভিযোগে আশিস মিশ্রর বিরুদ্ধে অবশেষে চার্জ গঠন করতে চলেছে আদালত। কেননা, লখিমপুর খেরি হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রী স্বয়ং অজয় মিশ্র। গোটা ঘটনার নীল নকশা তাঁরই তৈরি করা।উল্লেখ্য, এই মামলাকে লঘু করার এবং তদন্ত প্রক্রিয়া বিলম্বিত করার ব্যাপারে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরেই এই মামলার তদন্তে কিছুটা গতি সঞ্চার হয়। কেবলমাত্র আশিস মিশ্রের বিরুদ্ধে তদন্ত পরিচালিত করে তাকে শাস্তি দিলেই শহিদ কৃষক ও মৃত সাংবাদিকের পরিবারবর্গ ন্যায়বিচার পাবে না, আশিস মিশ্রর পাশাপাশি অজয় মিশ্রকে গ্রেফতার করে তাঁর শান্তি সুনিশ্চিত করলে এক্ষেত্রে তবেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতে পারে।
প্রসঙ্গত, সংযুক্ত কিষাণ মোর্চা ইতিমধ্যেই দেশের রাষ্ট্রপতির কাছে যে স্মারকলিপি পেশ করেছে, তাতে স্পষ্টতই অজয় মিশ্রকে গ্রেফতারের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে তাঁকে বরখাস্ত করার দাবি জানিয়েছে। স্বরাজ ইন্ডিয়াও এই একই দাবিতে অনড়। দেশের বিচারবিভাগের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে স্বরাজ ইন্ডিয়া। পাশাপাশি, দেশের বিচারব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রেখেই স্বরাজ ইন্ডিয়া দাবি জানাচ্ছে, এই হত্যার মামলায় আশিস মিশ্রর বাবা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে যুক্ত করে তাঁকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই বিষয়ে স্বরাজ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক অভীক সাহা বলেন, “আশিস মিশ্রের শাস্তি সুনিশ্চিত করার পাশাপাশি অজয় মিশ্রকে গ্রেফতার ও তাঁকে পদ থেকে বরখাস্ত না করা হলে কেন্দ্রের মোদি-শাহ সরকারের বিরুদ্ধে সংযুক্ত কিষাণ মোর্চার পাশাপাশি স্বরাজ ইন্ডিয়াও আন্দোলন জারি রাখবে। দাবি আদায় না হলে তা ছিনিয়ে আনা হবে।”
লখিমপুর খেরি কৃষক হত্যা মামলায় অজয় মিশ্রর ছেলের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের

মতামত দিন