একদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে হিমাচল প্রদেশে কৃষি সংক্রান্ত সংস্কারের দাবি করল আম আদমি পার্টি। অন্যদিকে আম আদমি পার্টির নেতৃত্বাধীন পাঞ্জাব সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বাড়ির সামনে কৃষক বিক্ষোভ গত বুধবার ১৮ দিনে পা দিয়েছে। যদিও কৃষকদের প্রতি পাঞ্জাব সরকারের কোনও সদর্থক ভূমিকা চোখে পড়েনি বলেই অভিযোগ কৃষকদের।
উল্লেখ্য, ভারতীয় কিষাণ ইউনিয়নের (উগ্রাহান) সংগঠিত এই অবস্থান পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গত ৯ অক্টোবর থেকে চলছে। বিকেইউ (উগ্রাহান)-এর রাজ্য় সাধারণ সম্পাদক শিঙ্গারা সিং মান দাবি করেন এখনও অবধি প্রতিবাদের জায়গায় দুজন কৃষক মারা গেছেন – একজন গুরচরণ সিং (৬৫) যিনি ১৩ অক্টোবর সাপের কামড়ে মারা গিয়েছিলেন, আর সাঙ্গুরের আকাই গ্রামের কর্নাইল সিং আকাই (৭৫) ২১ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মৃতদেহগুলি পাতিয়ালার রাজিন্দ্র মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে এবং যতক্ষণ না সরকার ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, একটি সরকারি চাকরি এবং কৃষকদের পরিবারের জন্য ঋণ মুকুবের ঘোষণা না করে ততক্ষণ পর্যন্ত তাঁদের শব দাহ করা হবে না। কিন্তু, আশ্চর্যজনকভাবে, পাঞ্জাব সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি।
সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কৃষক অবস্থান ১৮ দিনে পড়ল

মতামত দিন