হিমাচল প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে আপেল চাষিদের আন্দোলন প্রভাব ফেলতে পারে

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

১৯৯০ সালে হিমাচল প্রদেশ উপত্যকা আপেল চাষিদের ভয়ঙ্কর আন্দোলন দেখেছিল। সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ছিলেন বিজেপির শান্তা কুমার। প্রতিবাদী চাষিদের দাবি ছিল আপেলের ন্যূনতম সহায়ক মূল্য ঠিক করতে হবে।

১৯৯০ সালের ২২ জুলাই হিমাচল প্রদেশের কোটগড়-এ শয়ে শয়ে আপেল চাষি বিক্ষোভ দেখানোর সময় পুলিশ গুলি চালায়। গোভিন্দ সিং, তারা চাঁদ এবং হীরা সিং এই তিনজন কৃষক পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন এছাড়াও বহু কৃষক আহত হন। পরবর্তীতে হিমাচল প্রদেশের নির্বাচনে বিজেপি শাসিত সরকারের পতন হয়। কংগ্রেসের বীরভদ্র সিং নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন।

৩০ বছর আগে আপেল আন্দোলনের পর থেকে আপেল চাষিরা খুব কমই আন্দোলনের রাস্তায় নেমেছে। গত বছর থেকে রাজ্যের আপেল চাষিদের ক্রমবর্ধমান খরচ এবং হ্রাসপ্রাপ্ত লাভের মুখোমুখি হয়ে কিছু দাবি নিয়ে রাস্তায় ফিরে আসে। কৃষক বিরোধী রাজ্য ও কেন্দ্রীয় সরকার উপত্যকার আপেল চাষিদের রাস্তায় নামতে বাধ্য করেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সূত্র- ডেকান হেরাল্ড

 বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *