অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় পেনুমুরুতে তহসিলদারের অফিসে ৭০ বছর বয়সী এক কৃষকের মৃত্যু ঘটায় এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। প্রয়াত কৃষকের নাম রত্নম বোয়াদু। থাকতেন রাজা ইন্দলু গ্রামে। রাজস্ব আধিকারিকদের সঙ্গে ষড়যন্ত্র করে কয়েকজন গ্রামবাসী তাঁর জমি দখলের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। রত্নম বহু বছর ধরে জমি নিয়ে মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে গিয়েছিলেন। কার্ডিয়াক সার্জারি করান সম্প্রতি। শনিবার বিকেলে তহসিলদারের অফিসে গিয়ে হতাশার কারণে চিৎকার করে কথা বলছিলেন কর্মকর্তাদের সঙ্গে। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
সুত্র- দ্য হিন্দু
আরও বিশদে পড়তে লিঙ্কে ক্লিক করুন-