চিনিকল খোলার দাবিতে আখ চাষিদের বিক্ষোভ

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

অন্ধ্রপ্রদেশের থুম্মাপালায় চিনি কারখানা পুনরায় চালু করার দাবি উঠেছে। বুধবার চিনি কারখানা পুনরায় চালু করা এবং কালো গুড়ের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আখ চাষিরা আনাকাপল্লে টাউন রিং রোড জংশন থেকে আরডিও অফিস পর্যন্ত একটি সমাবেশ করেন।

এই সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে টিডিপি আনাকাপল্লে কেন্দ্রের ইনচার্জ এবং প্রাক্তন বিধায়ক পিল্লা গোবিন্দ সত্যনারায়ণ মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডিকে আনাকাপল্লেতে তার নির্বাচনী প্রচারের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলি সম্পর্কে প্রশ্ন করেন। তিনি অভিযোগ করেন, তথ্যপ্রযুক্তি মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার কৃষকদের সমস্যা সমাধানের পরিবর্তে কমিশনের দিকে বেশি নজর দিচ্ছেন। তিনি বলেন, কালো গুড়ের আড়ালে আবগারি দফতরের আধিকারিকরা আখ চাষিদের হয়রানি করছেন।

সূত্র – নিউজলিড ইন্ডিয়া

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *