‘দুয়ারে সরকার’ প্রকল্পে হয়রানি, ক্ষুব্ধ কৃষকরা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

কোচবিহারের মাথাভাঙ্গায় ‘দুয়ারে সরকার’ প্রকল্পে কৃষকদের নথিপত্র পরীক্ষার নামে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠল। পারডুবি, রুইডাঙ্গা, লতাপাতা-সহ মাথাভাঙ্গা ২ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ‘দুয়ারে সরকার’ শিবির অনুষ্ঠিত হচ্ছে। সেই শিবিরে বার্ধ্যক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী-সহ নানা সরকারি প্রকল্পের সুবিধা পেতে আবেদন করেছেন এলাকার বাসিন্দারা। ঠিক তেমনই ‘কৃষকবন্ধু’ প্রকল্পের সুবিধা পেতে ব্লকের কৃষকরাও তাঁদের নথিপত্র দিয়ে আবেদন করতে ভিড় জমাচ্ছেন শিবিরে।

মাথাভাঙ্গা ২ ব্লকের কৃষকদের কথায়, “আমরা  কৃষকবন্ধুর সুবিধা পেতে আমাদের ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, জমির কাগজপত্র-সহ প্রয়োজনীয় নথি নিয়ে আবেদন করতে যাই। সেই সময় আমাদের কাছ থেকে বর্তমান জমি সংক্রান্ত আরও কিছু নথি চাওয়া হয়। এর মধ্যে রয়েছে, জমি ক্রয় সংক্রান্ত নথিপত্র, যাঁর কাছ থেকে জমি কেনা হয়েছে, তাঁর তথ্যাদি।” কৃষকদের বক্তব্য, তাঁদের কাছে যে জমি আছে তা তাঁদের পূর্বপুরুষরা ক্রয় করেছিলেন। এখন তাঁরা অনেকেই আর জীবিত নেই। ফলত তাঁরা যাঁদের কাছ থেকে জমি ক্রয় করেছিলেন সেই নথিপত্র জোগাড় করা অনেক ক্ষেত্রেই দুষ্কর হয়ে উঠেছে। এভাবে অযথা তাঁদের হয়রান করা হচ্ছে বলে অভিযোগ।

এ ব্যাপারে মাথাভাঙ্গা ২ ব্লকের বিএলআরও মৃত্যুঞ্জয় কার্জীর সঙ্গে বিভিন্ন গণমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, “প্রকল্পটি কৃষি দপ্তরের অধীন।”

সূত্র- উত্তরবঙ্গ সংবাদ

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *