নিজস্ব সংবাদদাতা: যখন দেশব্যাপী পেঁয়াজের দাম পরে যাচ্ছে, এই সংকটময় পরিস্থিতিতে নীরবতা পালন করছে মোদি সরকার। পেঁয়াজের দাম পরে গিয়ে বর্তমানে দাঁড়িয়েছে লাসলগাঁও’তে প্রতি কে.জি’তে ১ টাকা করে । এই অবস্থায় কেন্দ্রীয় সরকার চাষিদের সঠিক মূল্য পাইয়ে দিতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কৃষক মজদুর সভা ৮ মার্চ একটি প্রেস বিবৃতির মাধ্যমে।
উৎপাদনের তুলনায় ১.৫ গুণ বেশি অর্থাৎ প্রতি কেজি’তে ১৫ টাকা দিয়ে পেঁয়াজ কিনতে হবে চাষিদের কাছ থেকে, এমনই দাবি করেছেন এআইকেএমএস সভাপতি ভি ভেঙ্কটরামাইয়া ও সাধারণ সম্পাদক ড. আশিস মিতাল।
পেঁয়াজের মূল্য হ্রাস রুখতে এআইকেএমএস’র পদক্ষেপ

মতামত দিন