সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন ন্যূনতম সহায়ক মূল্য-সহ কৃষকদের বকেয়া দাবিগুলো পূরণ করতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করল সর্বভারতীয় কিষাণ কংগ্রেস। আগামী ৯ ডিসেম্বর দিল্লির যন্তরমন্তরে দিনব্যাপী বিক্ষোভ করতে চলেছে তারা।
সর্বভারতীয় কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান এবং বিধায়ক সুখপাল সিং খাইরা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃষকদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবিগুলো যাতে অবিলম্বে পূরণ করা হয়, সেই বিষয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে কিষাণ কংগ্রেস। তিনি আরও বলেন, তিনটি কৃষক বিরোধী আইন প্রত্যাহারের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণের ব্যাপারে কেন্দ্রীয় সরকার কোনোরকম পদক্ষেপ করেনি।
সূত্র- স্টেটসম্যান
কৃষকদের বকেয়া দাবিগুলো পূরণ করার দাবিতে বিক্ষোভে নামল সারা ভারত কিষাণ কংগ্রেস

মতামত দিন