প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসকে তুলোধোনা করল অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেস

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

বিজেপির ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার দাবিকে তীব্র আক্রমণ করল অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেস। তারা অভিযোগ করেছে যে এনডিএ শাসনকালে কৃষকদের আয় প্রকৃতপক্ষে কমে গেছে। অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান সুখপাল সিং খাইরা বলেন, “২০১৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদি ২০২২ সালে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁদের আয় দ্বিগুণ করার কথা তো দূর, যদি মুদ্রাস্ফীতির হিসেব করা হয়, এই বছরগুলিতে কৃষকদের আয় আসলে কমেছে”। তিনি মোদি কে তীব্র আক্রমণ করে বলেন, “কৃষকদের আয় দ্বিগুণ করা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আরেকটি মহাকাব্যিক জুমলা”।

২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি পূরণ না করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতাকে প্রশ্নবিদ্ধ করে অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেস নেতা প্রশ্ন তোলেন যে ২০১৬ সালে এই উদ্দেশ্যে গঠিত কমিটির সুপারিশের কী হয়েছিল। তিনি অভিযোগ করেন ভারত সরকার জাতীয় নমুনা সমীক্ষা ২০১৮ সালে প্রকাশ করেছে, যাতে দেখা গেছে কৃষকদের আয় প্রকৃতপক্ষে হ্রাস পেয়েছে এবং এই প্রতিবেদনটি প্রকাশ্যে আনা হয়নি।

সূত্র- ইন্ডিয়া টুডে

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *