অজানা রোগের হানায় পাকার আগেই খসে পরে যাচ্ছে কমলালেবু। বিপাকে পরেছে বক্সা পাহাড়ের চাষিরা। প্রথম দিকে কমলালেবুর ফলন ভালো হলেও হঠাৎই অজানা রোগে খসে যাচ্ছে লেবু। বক্সা পাহাড়ের বাসিন্দাদের জীবিকার একমাত্র মাধ্যম কমলালেবু। ১৯৯৩ সালের বন্যার পর এম্নিতেই এই এলাকায় কমলালেবুর ফলন কমে যায়। তার আগেও আশীর দশকে এই এলাকায় প্রচুর পরিমান কমলা গাছ কেটে ফেলা হয়। বিভিন্ন কারনে এলাকায় কমলার ফলন কমে গেলেও এখনও কমলালেবু চাষই তাঁদের জীবনধারণের একমাত্র মাধ্যম।
এই অজানা রোগ নির্ণয় করতে অক্ষম হচ্ছে রাজ্য সরকার। সরকারের তৎপরতার অভাবেই কৃষকরা এইরকম দুর্দশার শিকার হচ্ছে। এই রোগ নিরাময় করা তো দূর কেন পাকার আগেই ফল খসে পরছে তার কারণই বুঝে উঠতে পারেনি সরকার। এই এলাকার কৃষকরা এই বছর এই রোগের কারনে লাভের মুখ দেখার বদলে ক্ষতির সম্মুখীন হচ্ছে। জেলার উদ্যান ও কানন বিভাগের আধিকারিকদের দাবি, তাঁরা কমলালেবুর বাগানগুলি সংরক্ষণ করার ব্যবস্থা করছেন।
সূত্র- কৃষি জাগরণ
অজানা রোগের হানায় ক্ষতিগ্রস্ত কমলালেবু, বক্সা পাহাড়ের চাষিরা বিপাকে

মতামত দিন