অল ইন্ডিয়া কিষাণ মজদুর সভার প্রতিবাদ

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ু সরকার কৃষ্ণগিরি জেলার ইয়েনিয়োগাল পন্ডুরে চেন্নাই পনিওর নদীর উপরে একটি ১০০-১৫০ ফুট চওড়া খাল নির্মাণের পরিকল্পনা করেছে, যা ২৯ কিলোমিটার পুরানো চেক ড্যাম থেকে নেওয়া হবে। এই খালটি আসলে বেঙ্গালুরু থেকে জল সরানোর পরিকল্পনায় করা হয়েছে। এআইকেএমএস এর নেতৃত্বে বহু ক্ষতিগ্রস্ত মানুষ এর বিরোধিতা করেছে এবং নির্মাণ কাজে বাধা দিয়েছে। ১৮টি গ্রামের ২১ সদস্য নিয়ে একটি যৌথ সংগ্রাম কমিটি গঠন করা হয়।

বারবার প্রতিরোধের চেষ্টার পরেও ৯ ফেব্রুয়ারি কৃষ্ণগিরিতে বিশাল ধর্ণা অনুষ্ঠিত হয়। ২৬৭ জনকে পুলিশ আটক করে। যৌথ সংগ্রাম কমিটির দাবি, এআইডিএমকে সরকার যখন এই খাল প্রকল্পটি শুরু করেছিল ডিএমকে এর বিরোধিতা করেছিল এবং তাদের নির্বাচনী ইশতেহারে এটি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ডিএমকে ক্ষমতায় আসার পর একই প্রকল্প অব্যাহত রেখেছে। তাঁদের দাবি, সরকার যখন সরকারি জমি দখল অব্যাহত রাখছে তখন কৃষকরা বৃহত্তর প্রতিরোধ গড়ে তুলবে।

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *