নিজস্ব সংবাদদাতা: সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের দশম সর্বভারতীয় সম্মেলন আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষ্যে ব্যাপক প্রচার চালাচ্ছেন সংগঠনের কর্মীরা। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে এই সম্মেলনের জন্য অর্থসংগ্রহও করছেন। বিভিন্ন দিনে অর্থসংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন গণআন্দোলনের নেতা শ্রীদীপ ভট্টাচার্য, দেবব্রত ঘোষ-সহ কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘কৃষক-ক্ষেতমজুর বিরোধী’ অবস্থান ক্রমে স্পষ্ট হচ্ছে। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের জাঁতাকলে পরে কৃষক-সহ ক্ষেতমজুরদের অবস্থা বিপন্ন। এমন সময় দাঁড়িয়ে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কৃষকদের দাবি সামনে রেখে চলছে ক্ষেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলনের প্রচার

মতামত দিন