নিজস্ব প্রতিনিধি: কৃষক সংগ্রামের ঐতিহ্য সম্পন্ন বাংলার গ্রামে গ্রামে শাসকের অবাধ লুট আর সাম্প্রদায়িক প্রচার চলছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শুক্রবার হাওড়ায় সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের প্রকাশ্য সমাবেশে যোগ দিয়ে একথা বলেছেন। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকে কৃষক বিরোধী আখ্যা দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন তিনি।
উল্লেখ্য, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের দশম সম্মেলনের প্রকাশ্য সমাবেশ এদিন অনুষ্ঠিত হয়েছে হাওড়ার বিজয়ানন্দ পার্কে। ক্ষেতমজুর আন্দোলনের সর্বভারতীয় নেতৃবৃন্দ সমাবেশ থেকে দেশজুড়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন মোদি সরকারের জনবিরোধী, গরিববিরোধী নীতি রূপায়ণের বিরুদ্ধে। সমাবেশে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও অনান্য বামপন্থী নেতাও এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন।
ক্ষেতমজুর সম্মেলনের মঞ্চ থেকে বিভেদকে হারানোর ডাক

মতামত দিন