নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে তৃণমূল আর বিজেপি লোকদেখানো কুস্তি করছে। আবাস যোজনা, একশো দিনের টাকা চুরি করছে তৃণমূল। আর দিল্লির বিজেপি সরকার শাস্তি দিচ্ছে খেতমজুর আর গরিব মানুষকে। পথে নেমেই এই অন্যায় প্রতিরোধ করতে হবে। হবে নবান্ন অভিযানও।
সোমবার এই মর্মে ডাক দিয়েছে ধর্মতলার খেতমজুর সমাবেশ। সবচেয়ে কঠিন অবস্থায় রয়েছেন গ্রামের এই সর্বহারা অংশ। প্রতিরোধে নেমে দাবি আদায়ের আহ্বান জানিয়েছেন সারা ভারত খেতমজুর ইউনিয়নের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রেখেছেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি এ বিজয়রাঘবন, সাধারণ সম্পাদক বি ভেঙ্কট, রাজ্য সভাপতি তুষার ঘোষ, সম্পাদক নিরাপদ সর্দার। সংগঠনের নেত্রী বন্যা টুডু। বক্তব্য রেখেছেন সর্বভারতীয় সহসভাপতি অমিয় পাত্র, আইনজীবী এবং রাজ্যের সাংসদ বিকাশ ভট্টাচার্য।
নেতৃবৃন্দ জানিয়েছেন যে এবার সারা রাজ্যে একশো দিনের কাজের আইন অনুযায়ী ‘৪-ক’ ফর্ম ভরার প্রচার হবে। ফর্ম জমা দেওয়া হবে পঞ্চায়েতে। আইন অনুযায়ী দেশের সরকার কাজ দিতে বাধ্য। কাজ না পেলে আদালতেও নিয়ে যাওয়া হবে এই লড়াই।
রাজ্যজুড়ে ফর্ম ভরবেন খেতমজুররা, লড়াই হবে আদালতেও

মতামত দিন